প্রকৃত অপরাধীরা যাতে খালাস না পায় সেজন্য মামলাগুলো সতর্কতার সঙ্গে তদন্ত করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
রবিবার বিকালে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত ভার্চুয়াল মাসিক অপরাধ পর্যালোচনা সভায় (এপ্রিল-মে/২০২৩) এ নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম প্রতিটি সড়ক দুর্ঘটনা রেকর্ড করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
আরও পড়ুন: জানাজায় জনস্রোত: পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি গঠন
সমস্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপার (এসপি) অনলাইনে বৈঠকে যোগ দেন। এ সময় পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় গত ঈদুল ফিতরে জনগণের ঈদ ভ্রমণ ছিল আরামদায়ক ও নিরাপদ।
আসন্ন ঈদে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কর্মকর্তাদের প্রস্তুতি নিতেও নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: বগুড়ায় ভুয়া এএসপি গ্রেপ্তার, পুলিশ সদর দপ্তরের জাল চিঠি উদ্ধার
সভায় আসন্ন ঈদকে লক্ষ্য করে সড়ক দুর্ঘটনা রোধ, কোরবানির পশু পরিবহন নিরাপদ ও স্বাভাবিক রাখা, পশুর বাজারের নিরাপত্তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় এপ্রিল-মে/২০২৩ মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন ডাকাতি, ডাকাতি, চুরি, চুরি, খুন, মৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদক ও অস্ত্র উদ্ধার ইত্যাদি পর্যালোচনা করা হয়।
আরও পড়ুন: অপরাধীদের আইনের আওতায় আনতে হত্যার রহস্য উদঘাটন করুন: পুলিশ সদর দপ্তর