জেলার বেনাপোল থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দুপুর সোয়া ১টার দিকে বেনাপোল পোর্ট থানার পরিবহন স্ট্যান্ড এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলাউদ্দিন বাবু (৩৭) বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের কুদ্দুস মল্লিকের ছেলে।
আরও পড়ুন: ঝিনাইদহে ‘জ্বীনের বাদশা চক্র’ এর ৪ সদস্য গ্রেপ্তার
র্যাব ৬ যশোর ক্যাম্প সূত্র জানায়, শনিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে অভিযান চালায় র্যাব ৬ যশোর ক্যাম্পের সদস্যরা। এসময় সেখান থেকে সাইকেলসহ আলাউদ্দিন বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে তার সাইকেলে ঝুলানো ব্যাগ থেকে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
এ ব্যাপারে র্যাব ৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নাজিউর রহমান জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় চোরাকারবারিদের যেকোন তৎপরতা ও কর্মকাণ্ড করণে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ হাজার ৫৫০পিস ইয়াবাসহ বেনাপোলের চিহ্নিত মাদক কারবারি আলাউদ্দিন বাবুকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: স্ত্রী নির্যাতনের মামলায় পুলিশ পরিদর্শক গ্রেপ্তার
পরে গ্রেপ্তার আলাউদ্দিন বাবুকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।