সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী।
যুক্তরাষ্ট্রে প্রবেশে করোনা নেগেটিভ সনদ লাগবে যুক্তরাজ্যের যাত্রীদের
বৈঠকের পর সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘লন্ডনের ফ্লাইটে যেই আসবে, তার কাছে যদি গতকালকের করোনা নেগেটিভ সনদও থাকে, তারপরও বাধ্যতামূলকভাবে তাকে ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।’
তিনি বলেন, দুটি বিকল্প ছিল- লন্ডনের সাথে ফ্লাইট পরিচালনা স্থগিত করা বা লন্ডন থেকে আগতদের জন্য কঠোর কোয়ারেন্টাইনের পথে যাওয়া। অবশেষে, তাদের জন্য কঠোর কোয়ারেন্টাইনের নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ।
দ. কোরিয়ায় নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত
মন্ত্রিপরিষদ সচিব জানান, যুক্তরাজ্য থেকে আগতদের অবশ্যই সরকারি কোয়ারান্টাইন বা যেকোনো হোটেলে সরকারের তদারকিতে থাকতে হবে।
খন্দকার আনোয়ারুল আরও জানান, এই নির্দেশনা কবে থেকে কার্যকর হবে সেটি সোমবার রাতে সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠকের মাধ্যমে নির্ধারণ করে জানিয়ে দেয়া হবে কারণ হঠাৎ প্রয়োগ করা হলে অনেকের জন্য সমস্যা তৈরি হতে পারে।
দুই-তিন দিনের যৌক্তিক সময় দিয়ে কোয়ারেন্টাইনের এই নিয়ম কার্যকরের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
আরও পড়ুন: নতুন ধরনের করোনা নিয়ে গবেষণায় বিজ্ঞানীরা