প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বলেছেন, করোনাভাইরাস মহামারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে উদ্ভূত অর্থনৈতিক মন্দার কারণে জনগণের দুর্ভোগ কমাতে আওয়ামী লীগ সরকার সব ধরনের সহযোগিতা করবে।
তিনি বলেন, ‘সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য যা যা করা দরকার আওয়ামী লীগ সরকার তা করবে।’
শনিবার আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভায় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তিনি।
এসময় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার, দল ও তার নেতাকর্মীরা সব সময় দুস্থ মানুষের পাশে আছে।
আরও পড়ুন: আগামী নির্বাচনকে সামনে রেখে নৈরাজ্যের বিরুদ্ধে সতর্ক থাকুন: জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এই দেশের মানুষের জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করা। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করব।’
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও এর নেতাকর্মীরা এজন্য অঙ্গীকারবদ্ধ।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটছে।
তিনি বলেন, ‘আমরা তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের জন্য খাদ্য নিশ্চিত করতে পেরেছি। আমরা গৃহহীন ও ভূমিহীনদের জন্য বাড়ি দিচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে কেউ গৃহহীন, ভূমিহীন ও ঠিকানাহীন থাকবে না।’
তিনি বলেন, করোনাভাইরাস এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পুরো বিশ্ব অর্থনৈতিক মন্দায় নিমজ্জিত হয়েছে।
তিনি বলেন, ‘তবে সর্বশক্তিমানের কৃপায় আমরা এখন পর্যন্ত দেশে অর্থনীতির চাকা সচল রাখতে পেরেছি।’
তিনি দেশের সার্বিক অগ্রগতির পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিশ্চিত করার জন্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা দেন।
আরও পড়ুন: গ্যাস ও বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ পেতে উৎপাদন খরচ পরিশোধ করুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে সরকারকে ভোজ্যতেল, জ্বালানি, চিনি, মসুর ডাল, গম ও ভুট্টার মতো বিভিন্ন জিনিস বেশি দামে কিনতে হচ্ছে; যাতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের এগুলো ন্যায্যমূল্যে সরবরাহ করা যায়।
তিনি আরও বলেছেন যে সরকার সারাদেশে জনগণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করছে।
তিনি বলেন, বিশ্ববাজারে এসব জিনিসের দাম যাই হোক না কেন, সাধারণ মানুষের বোঝা কমাতে আমরা এ বিষয়ে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছি।
তিনি আবারও সকলকে পরিমাণ যাই হোক না কেন, নিজেদের আবাদি জমি ব্যবহার করে কিছু না কিছু উৎপাদন করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘অনেক দেশ খাদ্য সংকটে ভুগছে, অনেক দেশ আমাদের কাছ থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে চায়। আমাদের জমির সঠিক ব্যবহার করতে পারলে, আমরাও খাদ্য সরবরাহ করতে পারব।’
এ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশে খাদ্য উৎপাদনের জন্য সব ধরনের ঋণ সহায়তা দেবে।
গত ২৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত ২২তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা টানা দশম মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আরও পড়ুন: স্বচ্ছতা নিশ্চিতে সরকার মামলার দ্রুত নিষ্পত্তি চায়: প্রধানমন্ত্রী