রাজধানীর উত্তরখান এলাকায় একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত আটটার দিকে উত্তরখানের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ডালিয়া রহমান (৩৫), ডালিয়ার মা আলেয়া বেগম (৫৯) ও ডালিয়ার ভাতিজি অঞ্জনা রহমান (৩০)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ডালিয়া তার মা ও ভাতিজির সঙ্গে রান্নাঘরে চা বানানোর জন্য গিয়ে চুলা জ্বালালে অগ্নিকাণ্ড ঘটে। আহত অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ভৈরবে জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮টি ইউনিট
তিনি আরও জানান, আহতদের মধ্যে আলেয়া ৬০ শতাংশ এবং অঞ্জনা ৩০ শতাংশ দগ্ধ হয়েছেন। এবং অগ্নিকাণ্ডে সামান্য আহত ডালিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আরও পড়ুন: শার্শায় জুট মিলে অগ্নিকাণ্ডে ২০ জন আহত