রাজধানীতে র্যাবের অভিযানে এক কথিত জঙ্গি সদস্যকে আটক করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বসিলার একটি বাসা থেকে ওই জঙ্গি সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব সদর দপ্তরের কর্মকর্তা (মিডিয়া) এএসপি ইমরান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব মোহাম্মদপুরের বসিলা ব্রিজ সংলগ্ন একটি বাড়িতে সন্দেহভাজন এক জঙ্গি সদস্য অবস্থান করছে জানতে পেরে বাড়িটি ঘেরাও করে।
আরও পড়ুন: চট্টগ্রামে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার
পরবর্তীতে সকাল ৮টার দিকে অভিযান পরিচালনার মাধ্যমে ওই বাড়িটি থেকে এক জঙ্গি সদস্যকে আটক করা হয় বলে জানায় র্যাব।
তবে আটক ব্যক্তির কোনও পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: বিএনপি জঙ্গিগোষ্ঠী দিয়ে গ্রেনেড হামলা চালিয়েছিল: তথ্যমন্ত্রী