রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছে। শুক্রবার বিকেলে রাবি’র চারুকলা অনুষদের পার্শ্ববর্তী রেল লাইনে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম আসাদুল ইসলাম (২৪)। তিনি নগরীর মুশরইল বাচ্চুর মোড় এলাকার মুকুল হোসেনের ছেলে। আসাদুল রাজশাহী কলেজে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। সে পড়াশোনার পাশাপাশি খাবারের হোম ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডায় কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৩ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী বরেন্দ্র ট্রেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পার্শ্ববর্তী রেল ক্রসিং অতিক্রমের সময় আসাদুল ট্রেনের সামনে এসে পড়ে। এতে তিনি কাটা পড়ে দ্বিখন্ড হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করতে ট্রেনের সামনে চলে আসে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে রাজশাহী রেলওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় কোনও ব্যক্তি জড়িত আছে কি না অথবা এটি আত্মহত্যার ঘটনা কি না, সেটা তদন্ত করা হবে।’
আরও পড়ুন: রাজশাহীতে পুলিশের এএসআই আটক, ৪০০ ইয়াবা জব্দ