রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের হলের আবাসিক ও পরিবহন ফি মওকুফ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া সিদ্ধান্ত অনুযায়ী যে সকল শিক্ষার্থীর নিকট ইতোমধ্যে এ দু’টি খাতে অর্থ আদায় করা হয়েছে তা যথাসময়ে সমন্বয় করা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপাচার্য ভবনের লাউঞ্জে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। রাবি উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫০৬তম সভায় শিক্ষার্থীদের উপরোল্লিখিত ফি-সমূহ মওকুফ করার চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদিত হয়।
আরও পড়ুন: খুবি শিক্ষকের বিরুদ্ধে সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ!
এ বিষয়ে রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান জানান, শিক্ষার্থীদের লিখিত আবেদন বিবেচনা করে বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটির ৫৪৯তম সভা অনুষ্ঠিত হয়। সভায় এপ্রিল ২০২০ থেকে সেপ্টেম্বর ২০২১ সাল পর্যন্ত হলের ১৮ মাসের আবাসিক ও পরিবহন ফি মওকুফের সুপারিশ করা হয়।
আরও পড়ুন: রাবিতে ভিসি সোবহানের দেয়া ১৩৮ জনের নিয়োগ স্থগিত
বৃহস্পতিবার সন্ধ্যায় সিন্ডিকেট সভায় তার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।