লকডাউনের লঙ্ঘনের অভিযোগে ঢাকায় ৬২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। করোনা ভাইরাস রোধকল্পে সরকারের ঘোষিত ‘কঠোর লকডাউনের’ তৃতীয় দিন শনিবার রাজধানীর বিভিন্ন সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখায়েরুল ইসলাম জানান, নগরীর বিভিন্ন স্থানে বিনাকাজে ঘোরাফেরা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুনঃ লকডাউন লঙ্ঘন: ভোলায় ৪৩৮ জনকে জরিমানা
ইফতেখায়েরুল বলেন, সড়ক পরিবহন আইনের অধীনে বিধি নিষেধ উপেক্ষা করে চলাচলকারী যানবাহনের কাছ থেকে জরিমানা হিসাবে ১৯ লাখ ২২ হাজার ৩৫০ টাকা আদায় করা হয়েছে।
তবে, মোট কত সংখ্যক যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে তা এই কর্মকর্তা জানাতে পারেননি।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত ৩৪৬ জনকে এক লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছে।
আরও পড়ুনঃ লকডাউনে বিয়ে: বর ও কনে পক্ষকে জরিমানা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান থাকা সত্ত্বেও লকডাউনের তৃতীয় দিনে রাস্তায় মানুষ এবং যানবাহনের সংখ্যা কিছুটা বেশি দেখা গেছে।
উত্তরা জোনের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন বলেছেন, যানবাহনের সংখ্যা গত দু'দিনের চেয়ে বেশি ছিল। তবে আমরাও সক্রিয় রয়েছি এবং যাদের বৈধ কারণ রয়েছে কেবল তাদেরই বাইরে আসতে দিচ্ছি।
আরও পড়ুনঃ লকডাউনে বিয়ে করে জরিমানা গুনলেন বর
দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের জন্য সরকার ১ জুলাই থেকে সাত দিনের লকডাউন দিয়েছে। এটি চলবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।