ভোলায় লকডাউন লঙ্ঘনের অভিযোগে ৭৮ জনকে ৬০ হাজার ২’শ টাকা জরিমানা করা হয়েছে। এ নিয়ে গত তিনদিনে মোট ৪৩৮ জনকে জরিমানা করা হলো।
শনিবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলার সাত উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করায় তাদের জরিমানা করা হয়।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে।
আরও পড়ুনঃ লকডাউনে বিয়ে : বর ও কনে পক্ষকে জরিমানা
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান সাংবাদিকদের জরিমানার তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার দুপুর পর্যন্ত ১১টি ভ্রাম্যমাণ আদালতে ৭৫টি মামলা করা হয়েছে।
জানা যায়, ভোলার প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় জনসাধারণকে সচেতন করতে হ্যান্ড মাইকের মাধ্যমে প্রচারণা চালাতেও দেখা যায়।
আরও পড়ুনঃ লকডাউনে বিয়ে করে জরিমানা গুনলেন বর
সংশ্লিষ্ট সূত্র জানান, লকডউন বাস্তবায়নে নৌ-বাহিনীর দুটি টিম, বিজিবির দুটি, র্যাবের একটি ও আনসারের দুটি টিম মাঠে কাজ করছে। একইসাথে ভেদুরিয়া ও ইলিশা ঘাটে অবৈধভাবে নৌপথে যাত্রী পারাপার বন্ধে কাজ করছে কোস্টগার্ডের দুটি দল। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিদিনই ১৯-২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়ে আসছে বলে জানানো হয় ।