ঈদুল আজহার আগে সরকারের এক সপ্তাহের জন্য লকডাউন শিথিলের সিদ্ধান্তকে একটি ভুল সিদ্ধান্ত বলে অভিহিত করেছে বিএনপি। এর পাশাপাশি দলটি সতর্ক করে দিয়ে বলেছে, এটি করোনা পরিস্থিতিকে আরও অবনতি করতে ভূমিকা রাখবে।
মঙ্গলবার বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এবং এর আশেপাশের এলাকায় মানুষের মাঝে খাবার বিতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সে এ কথা বলেন।
আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের তদন্ত ‘আইওয়াশ’: বিএনপি
তিনি বলেন, সরকার তার ব্যর্থতাগুলো আড়াল করতে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে (লকডাউন শিথিল করা) পরিস্থিতি আরও খারাপ করবে ।
প্রিন্স অভিযোগ করে বলেন, সরকারের ব্যর্থতা এবং ভুল সিদ্ধান্তের কারণে মানুষ বারবার বিপর্যয়কর পরিস্থিতিতে পড়ছে।করোনার মহামারি মোকাবেলায় সরকার নেয়া বেশিরভাগ পদক্ষেপই মানুষের বিরুদ্ধে ছিল। তারা পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ হয়েছে।
আরও পড়ুনঃ কল কারখানাগুলোতে কাজের নিরাপদ পরিবেশ নেই: বিএনপি
এই বিএনপি নেতা আরও বলেন, তাদের দল বারবার বলে আসছে যে, অভাবী, স্বল্প আয়ের মানুষ এবং যারা দিন আনে দিন খায় তাদের প্রয়োজনীয় অর্থ ও খাদ্য সহায়তা না দিলে এই লকডাউন বা কারফিউ কাজে আসবে না। এখন এটি সঠিক প্রমাণিত হয়েছে। তিনি সরকারের কাছে প্রান্তিক মানুষকে এককালীন সহায়তা দেয়ার দাবি জানান।
এর আগেও দলীয় নেতারা দেশব্যাপী লকডাউনের মধ্যে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন জানান প্রিন্স। তিনি বলেন, সরকারের অপরিকল্পিত লকডাউনের কারণে অনেক মানুষ ভোগান্তি রয়েছে। এ কারণে বিএনপির জাতীয়তাবাদী নাগরিক সমাজ এই খাদ্য বিতরণ কর্মসূচির ব্যবস্থা করেছে।
আরও পড়ুনঃ খালেদা জিয়ার চিকিৎসায় ‘বাধা’ দিচ্ছে সরকার: বিএনপি
নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।