দেশের স্বার্থবিরোধী কাজ করতে লবিস্ট নিয়োগে বিএনপি যে টাকা খরচ করেছে তার প্রতি পয়সার হিসাব দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আজ নির্বাচনকে সামনে রেখে লবিস্ট নিয়োগে অর্থ ব্যয় করা হচ্ছে। আমরা এর প্রতিটি পয়সার হিসাব চাই। তাদের প্রতিটি পয়সার হিসাব দিতে হবে।’
বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা এবং ষোড়শ অধিবেশনের সমাপনী আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে, নির্বাচন বানচাল করা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, জঙ্গি ও জাতির পিতার খুনিদের রক্ষা, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং বাংলাদেশের অগ্রগতি রোধ করার জন্য লবিস্ট নিয়োগ করা হয়েছে; ভালো কোনো উদ্দেশ্যে নয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা বন্ধ করতে বিএনপি-জামায়াত লবিস্ট নিয়োগ করেছে: পররাষ্ট্রমন্ত্রী
লবিস্ট নিয়োগে বিএনপি হাজার হাজার ডলার খরচ করেছে উল্লেখ করে শেখ হাসিনা টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘তারা কোথা থেকে এই অর্থ পেল? তারা এই বৈদেশিক মুদ্রা কোথা থেকে পেল? তারা কীভাবে এটি খরচ করেছে?’
সরকারের পিআর ফার্ম নিয়োগের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, দেশের বিনিয়োগ, রপ্তানি ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশ ও শ্রমিকদের অধিকার রক্ষার জন্য পিআর ফার্ম নিয়োগ করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘কিন্তু বিএনপির উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস করা এবং মিথ্যা অপপ্রচার ও অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা।’
আরও পড়ুন: লবিস্ট নয় ভুল ধারণা পরিবর্তনে পিআর ফার্ম নিয়োগ: পররাষ্ট্রমন্ত্রী
বিএনপির বিদেশে লবিস্ট নিয়োগের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে: তথ্যমন্ত্রী