স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার থেকে পাঁচ দিনের জন্য দোকানপাট ও শপিংমল পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি পালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।
তবে স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় সরকার ৫ এপ্রিল থেকে এক সপ্তাহব্যাপী লকডাউন কার্যকর করতে দেশের দোকান ও শপিংমলগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়।
আরও পড়ুন: লকডাউনের তৃতীয় দিন: আন্তনগর বাস চলছে
এদিকে, লকডাউন চলাকালীন শপিংমল বন্ধের প্রতিবাদে সোমবার থেকে নিউমার্কেট এবং সংলগ্ন শপিংমলের দোকান মালিক ও কর্মচারীরা বিক্ষোভ করছেন।
ঢাকা নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নূর ম্যানশন এবং একাধিক শপিংমলের দোকানের মালিক ও কর্মচারীরা প্রতিদিন চার ঘণ্টা করে তাদের দোকান খোলা রাখার অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে।
আরও পড়ুন: দেশব্যাপী চলমান লকডাউনকে 'অবৈজ্ঞানিক ও আংশিক' মনে করছেন বিশেষজ্ঞরা
লকডাউনের মূল উদ্দেশ্য হচ্ছে অপ্রয়োজনে জনসাধারণের চলাচল এবং সমাবেশ নিয়ন্ত্রণ করা এবং এইভাবে ভাইরাস সংক্রমণ রোধ করা।
মহামারি করোনাভাইরাস মোকাবিলায় এটি বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিক লকডাউন।
আরও পড়ুন: জনগণের উদাসীনতার মাঝেই দেশে লকডাউনের ২য় দিন শুরু
গত কয়েকদিন সপ্তাহ ধরে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু ঊর্ধ্বগতি হওয়ায় সরকার রবিবার দেশব্যাপী এক সপ্তাহ লকডাউনের ঘোষণা দিয়েছিল।