বকেয়া বেতনের দাবিতে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মঙ্গলবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ‘জি কে গার্মেন্টস’র মালিক কয়েক দফা আশ্বাস দিলেও তাদের বেতন ভাতা পরিশোধ করেননি। ফলে সকালে বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের সামনে শতাধিক শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
খবর পেয়ে পুলিশ শ্রমিকদের শান্ত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে। পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০ শ্রমিক আহত হন।
শ্রমিকরা জানান, বকেয়া পরিশোধ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এ ব্যাপারে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সাঈদ বলেন, তারা কারাখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি জানান।