সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা ও বগুড়া জেলা শহরে রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ১৯৪ বোতল ফেনসিডিল ও মোবাইল জব্দ করা হয়েছে। এ সময় দুই যুবককে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চালা সাবাজপুর গ্রামের মো. করিম সরকারের ছেলে মো. রাজু আহম্মেদ (২৬) ও বগুড়া সদরের জাহানাবাদ এলাকার মো. আবু তাহেরের ছেলে মো. রুবেল মিয়া (৩৫)।
র্যাব-১২’র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. সোহরাব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নাটোরে মাদরাসাছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চালা সাবাজপুর গ্রামে অভিযান চালিয়ে রাজু আহম্মেদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ মোবাইল জব্দ করা হয়।
এদিকে একই সময় বগুড়া সদরের জাহানাবাদ এলাকায় অভিযান চালিয়ে রুবেল মিয়াকে আটক করে র্যাব। এ সময় তার কাছ থেকে ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মোবাইল জব্দ করা হয়।
আরও পড়ুন: ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।