সিলেটের গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকালে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের নুরুপাড়া রঙ্গাই বিছরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তারিক আহমদ (২৬) পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের রনকেলী নয়াগ্রাম এলাকার তখলিছ আলীর ছেলে। আহতরা হলেন- একই গ্রামের তছন আলীর ছেলে আবু সুফিয়ান (২০) ও পারভেজ আহমদ (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ পৌরশহরের ৯নং ওয়ার্ডের নুরুপাড়া রঙ্গাই বিছরা মাঠে রনকেলী টাইগার ক্লাব বিকাল ৪টার দিকে ফুটবল খেলার আয়োজন করে। এ সময় নয়াগ্রাম ও নুরুপাড়ার মধ্যে খেলা হচ্ছিলো। খেলা চলাকালে মাঠেই দু’পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়।
আরও পড়ুন: সিলেটে জমি নিয়ে বিরোধে প্রতিবেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল যায়। সংঘর্ষে তারিকসহ তিনজন গুরুতর আহত হয়।’
তিনি বলেন, ‘নীয়রা তাদের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারেক মারা যায় এবং বাকি দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
আরও পড়ুন: সিলেটে গ্রেপ্তার ১০: জুয়ার সরঞ্জাম জব্দ