সিলেটের মাধবপুরে সোমবার ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। দুপুর ১টা ৪০ মিনিটে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- দিলনাহার (৫৫), হেলেনা (২২) ও মুরাদ মিয়া (২২)। তাৎক্ষণিকভাবে নিহত আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আহতরা হলেন-মহিউদ্দিন (৩৫), ইমরুল (৩৫), আকাশ (২৫), আতিকুর (৩৫), আনোয়ার (২৫), ফয়জুল (৩০) ও কামরুল (২৬)।
তাদের সবার বাড়ি নেত্রকোণার মদন উপজেলার ফতেপুর গ্রামে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ।
ওসি জানান, হাসপাতালে নেয়ার পথে দিলনাহার ও হেলেনার মৃত্যু হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুরাদের মৃত্যু হয়।
রোড সেফটি ফাউন্ডেশনের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে সারাদেশে দুই হাজার ১৫৯টি সড়ক দুর্ঘটনায় ২৯১ নারী ও ৩৮১ শিশুসহ অন্তত দুই হাজার ৩২৯ জন নিহত এবং চার হাজার ৩৬১ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৫
সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই শিশুর ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে রিট