হবিগঞ্জে বজ্রপাতে দুই শিশুসহ তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বানিয়াচঙ্গ উপজেলার বিভিন্নস্থানে এই ঘটনা ঘটে।
তারা হলেন- উপজেলার দক্ষিণ-পূর্ব ইউনিয়নের তাতারি মহল্লার আক্কেল আলীর ছেলে মোহাম্মদ হোসাইন (১৩), জাতুকর্ণ পাড়ার আব্দুর রহমান মিয়ার মেয়ে জুমা বেগম (১২), আলমগীর মিয়া (২৬)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বজ্রপাতে নিহত ১৭
উপজেলা নির্বাহী অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে শিশু মোহাম্মদ হোসাইন এড়ালিয়া হাওরে ঘাস কাটতে হাওরে যায়। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়। একই সময় জাতুকর্ণ পাড়ার বাড়ির আঙ্গিনায় দাঁড়ানো অবস্থায় বজ্রপাতে জুমা বেগম নিহত।
এছাড়া ধানের খলা থেকে ধান সংগ্রহ করার সময় বজ্রপাতে আলমগীর মিয়ার ঘটনাস্থলে নিহত হন বলে বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রাম ও ফেনীতে বজ্রপাতে নিহত ৫
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্র জানায়, নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদানের ব্যবস্থা নেয়া হচ্ছে।