মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ, উপজেলা পরিষদে দোকান কোটা নির্মাণ, ভূমি অফিসে নামজারী, জলমহাল ইজারা ও হাওররক্ষা বাঁধের কাজে অগাধ দূর্নীতির অভিযোগে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মুক্তাদির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার ১৩ জানুয়ারি সংশ্লিষ্ট ঊর্ধবতন কর্তৃপক্ষের এক আদেশে এই প্রত্যাহার করা হয়। বর্তমানে দিরাই উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অরূপ রতন সিংকে শাল্লার ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।
আরও পড়ুন: ইসির নির্দেশে সুধারাম থানার ওসি প্রত্যাহার
এর আগে গত সোমবার শাল্লা উপজেলার চারটি ইউনিয়নের চেয়ারম্যানরা হাওর রক্ষা বাঁধের পিআইসি গঠনের তালিকায় অনিয়মের অভিযোগ এনে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি বৃহস্পতিবার দিনভর অভিযোগকারীদের উপস্থিতিতে শাল্লা ইউএনও কার্যালয়ে তদন্ত করেন।
এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ইউএনবিকে বলেন, শাল্লার ইউএনও আল মুক্তাদিরকে প্রত্যাহার করা হয়েছে। দিরাই উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) অরূপ রতন সিংহকে শাল্লার ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। চেয়ারম্যানদের অভিযোগ তিন সদস্যের তদন্ত কমিটি বৃহস্পতিবার দিনভর তদন্ত করেছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সমাবেশে হামলা: হবিগঞ্জের এসপি ও দুই ওসির প্রত্যাহার দাবি বিএনপির