যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল ছিটকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাকিব হাসান (৩২) ধলপুর এলাকার পোশাক ব্যবসায়ী মো. রুহুল আমিনের ছেলে। তিনি মা মমতাজ বেগম সাথীর সঙ্গে মাতুয়াইল হাসপাতালের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গাজীপুরে পৃথক গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় নারী ও শিশুর মৃত্যু
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মোটরসাইকেলটি অন্য কোনো গাড়িকে ধাক্কা দিয়েছে নাকি নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
খবর পেয়ে রাকিবের মা মমতাজ বেগম সাথী ও চাচাতো বোন শোভা আক্তার হাসপাতালে ছুটে যান।
শোকাহত মা জানান, দুপুরে ছেলের সঙ্গে কথা হয়। ‘তিনি বলছিলেন মা, আমি এখন কারওয়ান বাজারে আছি, বাসায় আসছি। অপেক্ষা করছিলাম। পরে খবর পেলাম যে সে দুর্ঘটনায় পড়েছে। আমি ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।’
তিনি আরও বলেন, রাকিবুল তাদের একমাত্র সন্তান।
রাকিবের ঘনিষ্ঠ বন্ধুদের একজন রাজু শেখ জানান, মোটরসাইকেল থেকে তিনি ফ্লাইওভারে পড়ে গেলে একটি গাড়ি তার মাথার ওপর দিয়ে চলে যায়।
আরও পড়ুন: জানুয়ারিতে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি