প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার অভিযোগ করে বলেছেন, ‘তৎকালীন খালেদা জিয়া সরকার ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করতে চায়নি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তারা শুধু হত্যার চেষ্টাই করেনি বরং হত্যার পর লাশের সাথে জঘন্য কার্যকলাপও করেছে।’
রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: খালেদা জিয়া ও তার সরকার গ্রেনেড হামলা করেছিল: প্রধানমন্ত্রী
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং প্রয়াত রাষ্ট্রপতি এম জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছিল। আমি জানি না কখন তিনি (আইভি) মারা গেছেন। খালেদা জিয়া তাকে দেখতে গিয়েছিলেন। তাঁর চলে যাওয়ার পর আইভি রহমানকে মৃত ঘোষণা করা হয়। ‘
শেখ হাসিনা বলেন,‘হাসপাতালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া থাকাকালীন আইভি রহমানের তিন সন্তান-পাপন (বর্তমান বিসিবি সভাপতি), তানিয়া এবং ময়নাকে একটি কক্ষে ৩ থেকে ৪ ঘণ্টা তালাবন্ধ করে রাখা হয়েছিল ।’
আরও পড়ুন: কারখানার শ্রমিক ও তাদের পরিবারকে দ্রুত টিকাদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
শেখ হাসিনা শুরু থেকেই বলেছেন, তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের পরিবারকে সাহায্য করার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে তাদের সাহায্য করে আসছি।’
উল্লেখ্য বাংলাদেশ মহিলা সমিতির সাবেক সভাপতি আইভি রহমান ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার সময় গুরুতর আহত হন এবং ২৪ আগস্ট মারা যান।
আরও পড়ুন: সরকারি কর্মচারীরা দুর্নীতি করলে কঠোর শাস্তি: প্রধানমন্ত্রী