বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ২৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪২৮টি টহল দল মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তর থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ২৮ প্লাটুন ঢাকা ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে।
এদিকে, অবরোধ চলাকালে অপ্রীতিকর ঘটনা রোধে সারা দেশে র্যাবের ৪২৮টি টহল দল মোতায়েন করা হয়েছে।
এছাড়া, অবরোধ চলাকালে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা তদারকিও করছে এলিট ফোর্স।
সহিংসতা ও নাশকতা রোধে বাসস্ট্যান্ড, ট্রেন স্টেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা দল নজর রাখছে।
আরও পড়ুন: হরতাল: সারা দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৬ষ্ঠ অবরোধ: সারা দেশে ২৩২ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪৩২ টহল দল মোতায়েন