ঘোষণা এসেছে ১৩ অক্টোবর (শুক্রবার) মুক্তি পাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’।
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় সিনামাটি পরিচালনা করেছেন বলিউডের শ্যাম বেনেগাল। আর এর মূখ্য চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ।
আরও পড়ুন: বুসান: ‘অটোবায়োগ্রাফি’ দেখে হল ভর্তি দর্শকের উচ্ছ্বাস
সিনেমাটি মুক্তির ঘোষণা থেকে প্রচারণায় বেশ সরব আরিফিন শুভ। সম্প্রতি রাজধানীর রাস্তায় সিনেমার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এরসঙ্গে গতকাল (১০ অক্টোবর) ‘মুজিব: একটি জাতির রূপকার’ এর সংবাদ সম্মেলনে সিনেমাটিতে অভিনয় করতে পেরে নিজের অনুভূতিও ব্যক্ত করেছেন গণমাধ্যমে।
বঙ্গবন্ধুর বায়োপিকে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছেন আরিফিন শুভ। তিনি বলেন, ‘এই সিনেমায় যদি অল্প সময়ের কোনো চরিত্র অথবা স্পটবয় থাকতে বলা হলেও আমি থাকতাম।’
তিনি আরও বলেন, ‘সিনেমার গল্প কি সেটা আমি কখনো জানতে চাইনি। কারণ প্রথমত এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। দ্বিতীয়ত, এটির পরিচালক শ্যাম বেনেগাল। কাজটি করার জন্য এগুলোই যথেষ্ট। আমি এমন একটা মানুষের চরিত্রে অভিনয় করতে পেরেছি, যিনি লড়াই-সংগ্রামের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। আর এই সিনেমার পর যদি আমি মরেও যাই বা আর কোনো সিনেমা করতে না পারি, তাতেও কোনো আক্ষেপ থাকবে না।’
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় আরিফিন শুভ ছাড়াও রয়েছেন- চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ প্রমুখ।
আরও পড়ুন: আবারও টলিউডের নায়িকার সঙ্গে শাকিব খান