বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আদর্শ ও রাজনৈতিক নীতির দিক থেকে তার দল জামায়াতে ইসলামীর চেয়ে আলাদা। জামায়াতের আদর্শের সঙ্গে বিএনপির কোনও মিল নেই।
তিনি আরও বলেন, বিএনপি আশা করে ভারতসহ গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা পালন করবে, তবে তাদের দল এখানকার অভ্যন্তরীণ রাজনীতিতে কোনও দেশের সরাসরি হস্তক্ষেপের বিরোধী।
বিএনপি ও জামায়াতের রাজনীতির মধ্যে পার্থক্য রয়েছে
সম্প্রতি উত্তরার বাসায় ইউএনবিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি ও জামায়াতের রাজনীতির মধ্যে পার্থক্য রয়েছে।
জামায়াতের আদর্শের সঙ্গে বিএনপির কোনও মিল নেই। ‘আমরা গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা এবং সকল ধর্মের ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি। কিন্তু জামায়াত ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে এবং আমাদের সঙ্গে তা মেলে না।’
তিনি বলেন, তবে সংসদীয় রাজনীতিতে অনেক সমীকরণ ও মেরুকরণ রয়েছে। ‘এখানে প্রধান সমস্যা হল সংখ্যা বা ১৫১ আসন। প্রতিটি দল ১৫১টি আসন পাওয়ার চেষ্টা করে এবং সে কারণে দলগুলো জোট গঠন না করে জামায়াতের সঙ্গে জোট করে বা একটি বোঝাপড়া করে। ১৯৯৪ থেকে ১৯৯৬ সালে আমাদের বিরুদ্ধে আন্দোলন করার সময় জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সুস্পষ্ট সম্পর্ক ছিল।’
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, জামায়াতের সঙ্গে তাদের দলের নির্বাচনী জোট আছে, কিন্তু আদর্শিক জোট নয়। ‘আমাদের রাজনীতি সম্পূর্ণভাবে আমাদের স্বার্থের ওপর নির্ভর করবে। আমরা এখন আমাদের যুগপৎ আন্দোলন স্বাধীনভাবে করতে যাচ্ছি, কিন্তু কোনও জোটের অধীনে নয়।’
তিনি আরও বলেন, আওয়ামী লীগ শুধু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জামায়াতের বিরুদ্ধে কথা বলে, কিন্তু এখন পর্যন্ত দলটিকে নিষিদ্ধ করার কোনও পদক্ষেপ নেয়নি।
এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, তাদের দল চায় বামপন্থী ও ইসলামী দলগুলোসহ সব বিরোধী দল একযোগে আন্দোলনে অংশগ্রহণ করুক।
ফখরুল বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচনের পর সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠনের কথাও বলছেন তারা। ‘এটা জাতীয় সরকার বা জোট সরকারের নামে হতে পারে। দেশে আওয়ামী লীগ যে সংকট তৈরি করেছে তা কোনও রাজনৈতিক দলের একার পক্ষে সমাধান করা কঠিন। জাতীয় ঐকমত্য না থাকলে সমস্যা থেকে উত্তরণ সহজ হবে না।
বিএনপি ইতোমধ্যেই সফল ‘যুগপৎ' আন্দোলনের শক্ত পটভূমি তৈরি করতে সক্ষম হয়েছে দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের জন্য রাজপথের আন্দোলন থেকে গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলোর এবার পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।
আরও পড়ুন: র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় সরকারবিরোধী আন্দোলনে নির্ভীক বিএনপি: ফখরুল