গত কয়েক দিন ধরে এ অঞ্চলের পানি বৃদ্ধির হার বেশি বলে নিশ্চিত করেছে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড ।
ফরিদপুর পাউবো’র নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, হঠাৎ করে ফরিদপুরের পদ্মা, মধুমতি ও আড়িয়ালখা নদীর পানি বাড়তে শুরু করেছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে ১২ সেন্টিমিটার। বর্তমানে গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ৬.৯৬ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।
সরেজমিনে ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের নমোডাঙ্গী, ধলার মোড়, সিএন্ডবিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, পদ্মার পানি তুলনামূলকভাবে বেড়ে চলেছে।
সদর উপজেলার ডিক্রীরচর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু জানান, পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের বাদাম ও তিল ক্ষেত তলিয়ে গিয়েছে।
ধলার মোড় এলাকার কৃষক টিপু সুলতান জানান, পানি যে হারে বাড়ছে তাতে মনে হচ্ছে বন্যা দেখা দেবে এবার। করোনা পরিস্থিতির মধ্যে বন্যা হলে এ অঞ্চলের কৃষক ও শ্রমিকদের দূরাবস্থার সৃষ্টি হবে।
পানি বৃদ্ধির বিষয়ে ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রেজা বলেন, বন্যা দেখা দিলে চরাঞ্চলের মানুষদের সহায়তার জন্য জিআরের চাল বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে তাদের সরকারি প্রনোদণা দেয়া হবে বলেও জানান তিনি।