রাতভর মৌসুমী বৃষ্টিপাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় নয়জন নিহত হয়েছেন। তলিয়ে গেছে অনেক বসতবাড়ি, ধ্বংস হয়েছে গবাদিপশু ও ফসলি জমি।
রবিবার দেশটির প্রাদেশিক কর্মকর্তা ও স্থানীয়রা এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সংস্থা এপি‘র একটি ভিডিওতে দেখা যায়, রাজধানী কাবুলের দক্ষিণের প্রদেশ লোগারের জেলা কুশি’র গ্রামবাসী বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিস্কার করছেন।
লোগার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রধান আব্দুল্লাহ মুফাকার বলেন, কতজন মানুষ বন্যার পানিতে নিহত কিংবা আহত হয়েছেন তা এখনও অজানা, তবে এখন পর্যন্ত নয়জনের হতাহতের খবর নিশ্চিত হওয়া গেছে। মানুষ নিহতদের লাশ সরিয়ে নিচ্ছে বলে তিনি জানান।
গ্রামের বয়স্ক ব্যক্তি দিল আগা বলেন, কুশিতে এর আগে এরকম বন্যা কখনো হয়নি। ‘এই বন্যা মানুষের গবাদিপশু, বাড়িঘর ও ফসলি জমি ধ্বংস করেছে।’
তিনি আরও বলেন, ‘মানুষ বাস্তুচ্যুত হয়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে।’
গত সপ্তাহে ভারি বর্ষণে আফগানিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ৩১ জন মানুষ নিহত হয়েছেন এবং নিখোঁজ হয়েছেন অনেকে।
আরও পড়ুন: আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ