রাশিয়ার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় শিক্ষার্থীসহ ১৩ জন নিহত হয়েছেন। এসময় আরও ২১ জন আহত হয়েছেন।
সোমবার সকালে মধ্য রাশিয়া এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: রাশিয়ার তেলের ক্রমবর্ধমান বাজার হয়ে উঠছে ভারত, চীন
দেশটির তদন্ত কমিটি একটি অনলাইন বিবৃতিতে বলেছে যে মস্কো থেকে প্রায় ৯৬০ কিলোমিটার (৬০০ মাইল) পূর্বে উদমুর্তিয়া অঞ্চলের শহর ইজেভস্কের একটি স্কুলে গুলিতে সাতজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং ১ শিশু নিহত হয়েছে।
উদমুর্তিয়ার গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ একটি ভিডিও বিবৃতিতে বলেন, অজ্ঞাত ওই বন্দুকধারী নিজেকেও গুলি করেছে।
গভর্নর বলছেন,স্কুলটিতে ১ থেকে ১১ বিভাগের শিশুরা পড়াশুনা করে। ঘটনার পর আশেপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে।
তদন্ত কমিটির মতে, বন্দুকধারী কালো টি-শার্ট পড়েছিল,যা ‘নাৎসিদের প্রতীক’। তবে হামলাকারীর উদ্দেশ্যে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইজেভস্ক শহরটি পশ্চিমে ইউরাল পর্বতমালার পশ্চিমে মধ্য রাশিয়ায় অবস্থিত।