অভ্যুত্থানের পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মধ্যে সুদানের নিরাপত্তা বাহিনী বুধবার গণতন্ত্রপন্থী তিনজন বিশিষ্ট ব্যক্তিকে আটক করেছে কর্মকর্তারা জানিয়েছেন।
সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে গত সোমবার দেশটির ক্ষমতা দখল করার পরই রাজধানী খার্তুমসহ অন্যান্য শহরে অভ্যুত্থান বিরোধীরা টানা বিক্ষোভ করতে থাকে। উত্তর আফ্রিকার এই দেশটিতে অভ্যুত্থান গণতন্ত্রের জন্য এক বড় ধাক্কা। বছর দুয়েক আগে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর-আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।
আরও পড়ুন: অগ্নি-৫ এর সফল পরীক্ষা ভারতের
বিক্ষোভকারীরা প্রধান প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে প্রতিবাদ করতে থাকে। তবে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ব্যারিকেড সরিয়ে দেয়। এতে দুই পক্ষের সংঘর্ষে অনেক বিক্ষোভকারী গুলিবিদ্ধ ও আহত হয়।
সুদানের ডক্টরস কমিটির তথ্য অনুযায়ী, সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ছয়জন নিহত এবং ১৪০ জনেরও বেশি আহত হয়েছে, যাদের অনেকের অবস্থা গুরুতর।
গত মাসে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর-আল-বশিরের সমর্থকরা অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর থেকেই দেশটিতে বেসামরিক ও সামরিক নেতাদের মধ্যে উত্তেজনা মধ্যে এই অভ্যুত্থান ঘটে।
আরও পড়ুন: সুদানে অভ্যুত্থান, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩