ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসকে কঠোর হুশিয়ারি জানিয়ে বলেছেন, ইসরায়েলের আর্মি গাজার হামলাকারীদের কঠোর ভাবে দমন করবে। কিন্তু এবার হামাসের আক্রমণের জবাব দীর্ঘায়িত হবে।
মঙ্গলবার রাতে জাতীয় টেলিভিশন বার্তায় তিনি বলেন, হামাস এবং ইসলামি জিহাদ গোষ্ঠীদের এর আগেও চরম মূল্য দিতে হয়েছে, আবারও মূল্য দিতে হবে।
আরও পড়ুন: আল-আকসায় সংঘর্ষে ২০০ ফিলিস্তিনি আহত
ইহুদি রাষ্ট্রের এই প্রধানমন্ত্রী বলেন, ‘গাজায় তীব্র হামলা চালানো হবে। কিন্তু এটা শেষ হতে অনেক সময় নিবে।’
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার অর্থাৎ জুমাতুল বিদা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করে দেয় ইসরায়েলি পুলিশ। পরদিন পবিত্র শবে কদরের রাতেও তাদের ওপর হামলা করে পুলিশ। এতে শত শত ফিলিস্তিনি আহত হয়েছে।
আরও পড়ুন: জেরুজালেমে অস্থিরতায় গাজা-ইসরায়েল ব্যাপক গোলাগুলি
মঙ্গলবার রাতে ইসরায়েলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী হামাসের পক্ষ থেকে শতাধিক রকেট হামলা চালানো হয়। এরই পরিপ্রেক্ষিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ভাবে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
পাল্টাপাল্টি এই হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি এবং ইসরায়েলি সাধারণ নাগরিক নিহত হবার ঘটনা ঘটেছে।