সারাদেশে সাত দিনের কঠোর বিধিনিষেধ বা লকডাউন শুরু হলেও সরকারের নির্দেশে স্বাভাবিক রয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সকল কার্যক্রম।
বৃহস্পতিবার সকাল থেকে এই বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। চলছে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোডের কাজও।
আরও পড়ুনঃ কঠোর লকডাউনে ২১ দফা নির্দেশনা, থাকছে সেনাবাহিনী
বন্দরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, সরকার হিলি সহ দেশের সকল বন্দরের কার্যক্রম কঠোর বিধি-নিষেধের আওতার বাহিরে রাখার ঘোষণা দিয়েছে। এরফলে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানি চালু রাখা হয়েছে। ভারত থেকে যেসব পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে সেগুলো জীবাণুমুক্ত করা হচ্ছে।
আরও পড়ুনঃ লকডাউন: সারাদেশে আদালতে স্বাভাবিক বিচার কাজ বন্ধ থাকবে
বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক বলেন, ‘আজ থেকে ৭দিনের লকডাউন শুরু হওয়ায় সকাল থেকে প্রতিদিনের মতো হিলি স্থলবন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রয়েছে। বন্দরে প্রবেশের পর ভারতীয় ট্রাকচালকদের আলাদা জায়গায় রাখা হচ্ছে। আমাদের নিরাপত্তাকর্মীরা তাদের সব সময় নজরদারি করছে। এছাড়া বন্দরের পানামা পোর্টের ভেতরে যারা প্রবেশ করছে তাদের সবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক সহ সাবান দিয়ে হাত ধোয়ার পর প্রবেশ করতে দেওয়া হচ্ছে।’