সেই সাথে অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় বেসরকারি খাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার ডিসিসিআই জানায়, এ মুহুর্তে বিশ্বের অর্থনীতিতে ও মানবজীবনে করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। এ মহামারি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, শিল্পোৎপাদন, আন্তর্জাতিক পণ্যের সাপ্লাই চেইন, বেসামরিক বিমান পরিবহন, পর্যটন ব্যবসা, খুচরা ও পাইকারি ক্রয় বিক্রয়, আমদানি, রপ্তানি, পণ্যের চাহিদা ও সরবরাহ হ্রাসসহ বেকারত্ব বাড়িয়ে অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে।
আঙ্কটাড-এর হিসাব মতে, ২০২০ সালে সারা বিশ্বে করোনার প্রভাবে বৈশ্বিক প্রবৃদ্ধি ১.৫ শতাংশ হ্রাস পেতে পারে পারে। আন্তর্জাতিক শ্রম সংস্থা- এর মতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বে আনুমানিক ২.৫ কোটি লোক তাদের চাকরি হারাতে পারে।
এশীয় উন্নয়ন ব্যাংক ইতোমধ্যে প্রাক্কলন করেছে, বাংলাদেশে করোনাভাইরাসের কারণে প্রবৃদ্ধি প্রায় ১.১ শতাংশ হ্রাস পেতে পারে এবং প্রায় ৮,৯৪,৯৩০ সংখ্যক কর্মজীবি মানুষ তাদের চাকরি হারাতে পারে।
করোনাভাইরাসের কারণে বাংলাদেশে ইতোমধ্যেই তৈরি পোশাক শিল্প, চামড়া, ঔষধ, পর্যটন, যোগাযোগ ও পরিবহন এবং বেসামরিক বিমান পরিবহন খাত হুমকির মুখে পড়েছে। অন্যদিকে বৈশ্বিক মন্দার মুখে বাংলাদেশের প্রধান বাজার যেমন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট, যুক্তরাজ্য এবং কানাডাতে বাংলাদেশি পণ্যের রপ্তানি সংকুচিত হয়ে আসছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশই লক-ডাউন ঘোষণা করায় বড় বড় বিপনীবিতান ও অনলাইন বাণিজ্য নেটওয়ার্ক বন্ধ রয়েছে। এতে করে বাংলাদেশের সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে কমে আসছে। ফলে আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য, আমদানি, রপ্তানি সংকুচিত হয়ে আসাতে স্থানীয় ও রপ্তানিমুখী শিল্প কল-কারখানাসমূহ ক্ষতির মুখে পড়তে পারে।
বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে সববৃহৎ রপ্তানিকৃত পণ্য তৈরি পোশাক শিল্প প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে পারে। ক্ষতির সম্মুখীন হয়েছে ফার্মাসিউটিকাল, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিজাতপণ্যসহ অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাত।
এমন পরিস্থিতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদশের অর্থনৈতিক উন্নয়নের প্রাণ সঞ্চারি বেসরকারি খাতকে অর্থনীতির স্বার্থেই সহায়তা প্রদান করা প্রয়োজন।
এ প্রেক্ষিতে অর্থনৈতিক মন্দা পরিস্থিতি মোকাবেলায় ডিসিসিআই কিছু সময়োপযোগী ও সহায়ক পরিকল্পনা ও নীতি সংশ্লিষ্ট সুপারিশ প্রস্তাব করছে। এগুলো হচ্ছে- শিল্প-কারখানায় যাতে যথাসময়ে শ্রমিকদের বেতন, ভাতা প্রদান করা যায় সেজন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভকে কাজে লাগিয়ে ১ শতাংশ সুদে ক্ষতিগ্রস্ত শিল্পকারখানাগুলোকে ঋণ প্রদানের লক্ষ্যে একটি বিশেষ তহবিল গঠন করার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানাচ্ছে ডিসিসিআই। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী উৎপাদন খাতকে আগামী ১ বছরের জন্য ঋণের সুদ মওকুফ করতে ডিসিসিআই বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানায়।
এছাড়া অন্যান্য সম্ভাবাময় রপ্তানি খাতকেও রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) স্কীমের আওতায় আনা যেতে পারে। পাশাপাশি ব্যাংকগুলোতে যাতে তারল্য সংকট দেখা না দেয়, সে জন্য আগামী ১ বছরের জন্য ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) এর ন্যূনতম মাত্রা কিছুটা শিথিল করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি ঢাকা চেম্বার আহ্বান জানিয়েছে।
ডিসিসিআই মনে করে, বেসরকারি খাতের আর্থিক ব্যয়ভার লাঘবে আমদানি, খাদ্য, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত জিনিসপত্রাদি, মেডিকেল সরঞ্জাম এবং রপ্তানিমুখী উৎপাদনশীল শিল্পের ওপর থেকে আগামী ১ বছরের জন্য অগ্রিম কর (এটি) এবং ভ্যাট মওকুফ করতে পারে। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড ব্যক্তিশ্রেণির কর আদায়ে ও কর্পোরেট কর হারে কিছুটা ছাড় প্রদানের বিষয়টি ভাবতে পারে।
করোনাভাইরাসের মারাত্মক প্রভাব থেকে জনগণ ও অর্থনীতিকে মুক্ত করতে ডিসিসিআই সরকারকে তার আন্তর্জাতিক বন্ধু রাষ্ট্র ও অংশীদারদের সাথে একযোগে কাজ করার জন্য আহ্বান জানায়।
অর্থনৈতিক মন্দা যাতে আমাদের কোন ক্ষতি করতে না পারে সেজন্য সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বিশ্ব ব্যাংকের নিকট বিশেষ জরুরী অর্থায়ন সুবিধার জন্য আবেদন জানাতে পারে যা আমাদের আহরিত দূর্বল রাজস্ব আহরনের তুলনায় অর্থপ্রবাহ বাড়াতে পারবে। পাশাপাশি, সকল রাষ্ট্রীয় ঋণ পরিশোধের কিস্তি আগামী ১ বছরের জন্য স্থগিত করতে সরকার আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের প্রস্তাব দিতে পারে। আর্থসামাজিক ভারসাম্য রক্ষার্থে সরকার সামাজিক নিরাপত্তা বলয় বৃদ্ধি করে এর মধ্যে অসহায়, প্রান্তিক শ্রেণির মানুষ, শ্রমজীবী, চাকরি হারানো মানুষ, অতি ক্ষুদ্র ও অপ্রাতিষ্ঠানিক খাত যা এসএমইখাতের জন্য প্রধান সাপ্লাইচেইন হিসেবে কাজ করে তাদের অর্ন্তভুক্ত করার জন্য আহ্বান জানায়।
সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য শক্তিশালী বাজার ব্যবস্থাপনা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করার সীমা নির্ধারণ করে দেয়া ও জনসাধারণে কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় নিশ্চিত করতে আহ্বান জানিয়ে ডিসিসিআই দেশের অর্থনীতির স্বার্থে করোনাভাইরাস উদ্ভুত পরিস্থিতিতে এ যাবৎ নেয়া সরকারের সকল সিদ্ধান্তকে ডিসিসিআই সাধুবাদ জানায়।
একই সাথে অর্থনীতির বৃহত্তর স্বার্থে সরকারের গৃহীত সকল পদক্ষেপের সাথে একাত্মতা প্রকাশ করে সংস্থাটি।