জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনগণকে হতাশায় ফেলেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার বলেছেন, আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় আঁকড়ে থাকতে দেয়া যাবে না।
তিনি বলেন, ‘এই সরকার আমাদের রাজনীতি, অর্থনীতি ও আমাদের সম্ভাবনাকে ধ্বংস করেছে। তাই তাদের আর ক্ষমতায় থাকতে দেয়া যাবে না।’
গত ৩১ জুলাই পুলিশের গুলিতে জাতীয়তাবাদী ছাত্রদলের ভোলা জেলা শাখার সভাপতি নূরে আলম ও স্থানীয় স্বেচ্ছাসেবকদল নেতা আবুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে রবিবার বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, সরকার শুক্রবার রাতে হঠাৎ করে জ্বালানির মূল্যবৃদ্ধি করে দেশে বিপর্যয় ডেকে এনেছে। কারণ এতে সব পণ্যের দাম, সার ও অন্যান্য কৃষি উপকরণ ও পরিবহন খরচ বেড়ে যাবে।
তিনি বলেন, ‘এটি আমাদের অর্থনীতিতে খুব নেতিবাচক প্রভাব ফেলবে এবং আমাদের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে।’
ফখরুল বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পেছনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান হচ্ছে বলে সরকার যুক্তি দেখিয়েছে।
আরও পড়ুন: লোডশেডিংয়ের পেছনে সরকারের ‘মেগা’ দুর্নীতি, লুটপাট: বিএনপি
ফখরুল বলেন, ‘কেন লোকসানে যাবে? বিপিসি বিগত বছরগুলোতে প্রায় ৩৯ হাজার টাকা বিপুল মুনাফা করেছিল। সে সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম ছিল, কিন্তু আপনি তা কমালেন না। এমনকি, এখন আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমতে শুরু করেছে।’
এই বিএনপি নেতা বলেন, অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম তুলনামূলকভাবে কম বলে দেয়া তথ্যমন্ত্রীর দেয়া বক্তব্যের নিন্দা করে তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতারা জনগণকে বিভ্রান্ত করতে ভুল তথ্য ও পরিসংখ্যান দেন। ‘তাদের প্রতিটি তথ্যই ভুল। তাই, আমরা জনগণকে মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাই।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে তেলের দাম ছিল ১৪ ডলার, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় তা এখন তিন ডলারে নেমে এসেছে। এর মানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে, অন্যান্য দেশগুলো কমিয়ে দেয়। কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে আমাদের দেশে তা জনগণের টাকা লুটপাটের জন্য আরও বেড়ে যায়।’
তিনি বলেন, জ্বালানির দাম; বিশেষ করে ডিজেলের দাম নতুন করে বৃদ্ধিতে কৃষক, সাধারণ মানুষ ও মোটরসাইকেল চালকদের মারাত্মক দুর্ভোগে ফেলেছে। ‘কিন্তু সরকার এটা নিয়ে কম চিন্তিত। কারণ দেশ চালাতে জনগণ নয়; পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনী দরকার। এটা আর চলবে না। দেশের মানুষ আর এই শাসনকে এভাবে দেশ চালাতে দেবে না।
ফখরুল অভিযোগ করে বলেন, পুলিশ, র্যাব ও বিজিবিসহ রাষ্ট্রযন্ত্রকে বলপ্রয়োগ করে আওয়ামী লীগ ১৫ বছর ধরে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে।
তিনি বলেন, ‘আপনি ক্ষমতায় থাকার জন্য ইতোমধ্যে অনেক মানুষকে হত্যা করেছেন এবং অনেককে গুম করেছেন। তারই ধারাবাহিকতায় আপনারা আমাদের নূরে আলম ও আবদুর রহিমকে হত্যা করেছেন।’
৩১ মার্চ বিএনপির সমাবেশে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আরমান হোসেন গুলি চালালে ঘটনাস্থলেই স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত এবং ছাত্রদল নেতা নূরে আলম গুরুতর আহত হন বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা। পরে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।
ফখরুল বলেন,‘আমরা চাই সরকার অবিলম্বে এই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করুক এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক।’
আরও পড়ুন: আর কান্না নয়, জেগে উঠুন: কর্মীদের উদ্দেশে ফখরুল
ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশ্যে আনুন: প্রধানমন্ত্রীর প্রতি ফখরুল