আওয়ামী লীগের আজকের (বুধবার) কর্মসূচির জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এদিকে, একইদিনে বিএনপিরও প্রতিবাদ সমাবেশ করার কথা রয়েছে।
ইউএনবির এই প্রতিবেদক ঢাকার রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল কম দেখতে পান।
বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ কর্মসূচি পালন করছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আরও পড়ুন: উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিন: প্রধানমন্ত্রী
অনুষ্ঠান সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম কচি খন্দকার।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বক্তব্য রাখবেন।
দলটি আজ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে। আজ ঢাকায় বিএনপির সমাবেশ করার কথা রয়েছে।
সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীতে আজকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের জড়ো হওয়ার নির্দেশনা দেন।
আওয়ামী লীগ ৭ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কর্মসূচির বিস্তারিত সূচি নির্ধারণ করেছে। ৭ অক্টোবর শিক্ষক সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। ১৮ তারিখ ঢাকায় এক জনসভার মধ্য দিয়ে এই ধারাবাহিক আয়োজনের সমাপ্তি ঘটবে।
আজকের কর্মসূচি সম্পর্কে কাদের বলেন, ‘ঢাকা শহরে আমরা তাদের সমাবেশে বাধা দেব এবং তাদের পরিকল্পনা বাস্তবায়নে বাধা দেব। তারা ষড়যন্ত্র করছে। ফখরুল গুজব ছড়াচ্ছেন।’
আরও পড়ুন: বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয়: তাজুল ইসলাম