জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা জিএম কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে তার দল কোনো জোটে থাকবে না।
শুক্রবার দুপুরে মহানগর নাট্যমঞ্চে আয়োজিত হিন্দু মহাজোটের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাদের এসব কথা বলেন।
কাদের বলেন, ‘আগের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জাপা কোনো জোট করেনি। আমাদের শুধু ভোটের সময় কিছু আসন নিয়ে সমঝোতা হয়েছিল। বোঝাপড়ার কারণে উভয় দলের নেতাকর্মীরা একে অপরের পক্ষে কাজ করেছিলেন। আমি বলব এ কারণেই জাপা ও আওয়ামী লীগের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’
আরও পড়ুন: নির্বাচন কমিশন নিজেই প্রশ্নবিদ্ধ: জিএম কাদের
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে চায় না। ইভিএম হচ্ছে ভোট চুরির মেশিন। এই মেশিন ব্যবহার করে যে কেউ নির্বাচিত হতে পারেন। আমরা শুরু থেকেই এর বিপক্ষে ছিলাম।
জাপা চেয়ারম্যান আরও বলেন, নির্বাচন বয়কট করা কঠিন বিষয়।
জাপা প্রতিষ্ঠাতা প্রয়াত এইচএম এরশাদের ছোট ভাই কাদের বলেন, ‘আমরা নির্বাচন বয়কট করতে আগ্রহী না। আমরা সরেজমিনে পরিস্থিতি বিশ্লেষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। দলীয় ফোরামে বিষয়টি নিয়ে আলোচনার পর আমরা নির্বাচনে অংশ নেব কি না, সে সিদ্ধান্ত নেব।’
সম্মেলনের সভাপতিত্ব করেন দীনবন্ধু রায় ও সঞ্চালনা করেন প্রিয়াঙ্কা সুকুল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় প্রমুখ।
আরও পড়ুন: সরকার মোমেনের বক্তব্যের দায় এড়াতে পারে না: জিএম কাদের
জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের আহ্বান জিএম কাদেরের