প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের তৈরি ভালো জিনিসগুলো শুধু কীভাবে ধ্বংস করতে হয় বিএনপি ও তাদের মিত্ররা শুধু সেটাই জানে।
তিনি বলেন, ‘তারা (বিএনপি ও তার মিত্ররা) শুধু ধ্বংস করতে জানে, গড়তে নয়। আমরা সৃষ্টি করি আর তারা ধ্বংস করে।’
শনিবার (১১ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপি-জামায়াতের জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার ভয়াবহ দিনগুলোর কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, তাদের হৃদয় অন্ধকারে ভরে গেছে।
তিনি বলেন, ‘যারা অগ্নিসংযোগের মাধ্যমে মানুষ হত্যা করতে পারে; বাস, ট্রাক, ট্রেন জ্বালিয়ে দিতে পারে, তারা মোটেও অন্ধ নয়।’
আরও পড়ুন: চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপি ও এর সহযোগীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
তিনি সতর্ক করে বলেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা সহ্য করা হবে না।
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অ্যাডিমন গিন্টিং এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে রেললাইন প্রকল্পের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনসহ স্থানীয় সংসদ সদস্যরা তাকে স্বাগত জানান।
স্থানীয় শিল্পীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করেন।
আরও পড়ুন: শনিবার প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবমুখর কক্সবাজার
কক্সবাজারে বড় পরিসরে পর্যটকদের আকৃষ্ট করবে ঝিনুক আকৃতির রেলস্টেশন