আওয়ামী লীগের উল্টো বলা বিএনপির ধর্ম বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ যা বলে, বিএনপি সব সময়ই তার উল্টোটা বলে। এটা তাদের ধর্ম, এটা তাদের রাজনীতি।’
শনিবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুরের নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: প্রত্যেক ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে: মায়া
সার্চ কমিটিতে বিএনপি নাম না দিলেও নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিএনপি বলেছে সার্চ কমিটিতে নাম দেবে না। কে নাম দিল বা দিল না, তার জন্য নির্বাচন বসে থাকবে না। নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে ইনশাআল্লাহ।’
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে সবচেয়ে বেশি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করেছে। আমার বিশ্বাস, বিএনপির শুভবুদ্ধির উদয় হবে এবং তারা নির্বাচনে আসবে। যতই টালবাহানা করুক না কেন, এটি হচ্ছে তাদের দর কষাকষি বা দাম বাড়ানোর কৌশল।