নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে চলমান সংলাপকে ‘অর্থহীন’ আখ্যায়িত করে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি।
বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংলাপে বিএনপির অংশগ্রহণ নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যে বঙ্গভবন থেকে সংলাপে যোগ দেয়ার আমন্ত্রণ পাওয়ার আগেই দলটি এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।
এর আগে ফখরুল বলেন, রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলে তাদের স্থায়ী কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, তাদের নীতিনির্ধারণী সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন ইসি গঠন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ প্রশাসনের সাংবিধানিক নিশ্চয়তা ছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে সংলাপ, সময়ের অপচয় মাত্র বলে মনে করে বিএনপি।
আরও পড়ুন: ইসি গঠন নিয়ে সংলাপ ‘অর্থহীন’: ফখরুল
এ ধরনের সংলাপের পূর্ব অভিজ্ঞতা বর্ণনা করে এই বিএনপি নেতা বলেন, রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপ কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না। তাই, অর্থহীন কোনো সংলাপে বিএনপি অংশ নেবে না।
গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন ইসি গঠনের বিষয়ে আলোচনা শুরু করেন।
আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে।
সংবিধান অনুযায়ী বর্তমান ইসির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন কমিশন গঠন করতে হবে।
আরও পড়ুন: সংবিধান লঙ্ঘন করবেন না, আইনশৃঙ্খলা বাহিনীদের উদ্দেশে ফখরুল