প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ রবিবার বিকেলে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কথা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, বিএনপির সঙ্গে বৈঠক হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। তার আগে জামায়াতের সঙ্গে বিকেল সাড়ে ৪টায় এবং এনসিপির সঙ্গে সন্ধ্যা ৬টায় বৈঠক অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু
শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হওয়ার পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রায় সব রাজনৈতিক দল এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।