আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার সতর্ক করে বলেছেন, যদি বিএনপি আন্দোলনের নামে সহিংসতা চালায় তাহলে জনগণ তা রুখে দিবে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘সবুজ বাংলাদেশ:সমৃদ্ধ দেশ’-শিরোনামে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কমিটি আয়োজিত তিন দিনব্যাপী সম্মেলনে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের আরও বলেন, আওয়ামী লীগ কখনও কাউকে হামলা করে না। যদি আক্রান্ত হয়, তাহলে প্রতিরোধ করবে।
তিনি বলেন বিএনপি ভালো করেই জানে ব্যালটের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরাজিত করা যাবে না। তাই তারা নানাভাবে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।
পড়ুন: নেত্রকোণায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, ওসিসহ আহত ১৭
কাদের বলেন, সন্ত্রাসের মামলায় ধরলে পুলিশকে দোষ দেয়া যায় না।
তিনি বলেন, বিএনপি কর্মীরা অপরাধী হলে তাদের আইনের আওতায় আনলে এত আপত্তি কেন?
বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম, শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল ইসলাম নওফেল এবং বন ও পরিবেশ কমিটির সদস্য দেলোয়ার হোসেন।
আরও পড়ুন: আওয়ামী লীগের অধীনে কোনো ইসিই বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারবে না: বিএনপি
বিরোধী পক্ষকে দমন ও পীড়নের রাজনীতি আওয়ামী লীগ করে না: ওবায়দুল কাদের