বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে যুদ্ধ ও নিষেধাজ্ঞার বিষয়ে যা বলেছেন তা তার জন্য উপযুক্ত নয়, কারণ তার সরকার হত্যা ও গুমের ঘটনার সঙ্গে জড়িত।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে লম্বা গল্প বলছেন। তিনি আমেরিকায় বলছেন যে তিনি যুদ্ধ এবং নিষেধাজ্ঞা চান না ... তবে এটি তার মুখে শোভা পায় না। তিনি নিজেও তার দেশে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সরকার যখন হত্যাকাণ্ড চালাচ্ছে, তখন ৬০০ জনেরও বেশি মানুষকে গুম করা হয়েছে।’
শনিবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির জাতীয় কমিটির আলোচনা সভায় তিনি আরও বলেন, কয়েকশ’ মানুষকে থানায় নিয়ে পঙ্গু করা হয়েছে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে এক হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। ‘এ কারণেই আগে অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে দেশে সুনাম
অর্জনকারী এলিট ফোর্স, র্যাব এবং এর সাত কর্মকর্তার বিরুদ্ধে সরকারের অন্যায় আদেশ কার্যকর করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’
ফখরুল বলেন, আগে যারা বেআইনি নির্দেশ দিয়েছে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ‘দেশের জনগণ তাদের (সরকার) ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। মানুষ বলছে তারা আর বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।’
আরও পড়ুন: ক্ষমতা হারানোর ভয়ে সরকার মানুষকে গুলি করে হত্যা করছে: বিএনপি
এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান এবং বিশ্বজুড়ে মানুষের জীবন ও জীবিকার স্বার্থে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চাই। নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার
কারণে একটি দেশ নয়, বরং নারী ও শিশুসহ সমগ্র মানবজাতিকে শাস্তি দেয়া হচ্ছে’।
মুন্সীগঞ্জ যুবদল কর্মী শহিদুল ইসলাম শাওন হত্যার বিষয়ে ফখরুল বলেন, গণমাধ্যমের একটি মহল পেছন থেকে ইটপাটকেল ছুড়ে শাওনকে হত্যা করেছে বলে প্রচার কো হচ্ছে। ‘মিডিয়া যেভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, সংবাদপত্র সত্য বলার সাহস পাচ্ছে না। ঘটনা হলো শহিদুল ইসলাম শাওনকে গুলি
করে হত্যা করা হয়েছে। তিনি শুধু বিএনপির জন্য নয়, সমগ্র জাতির জন্য রক্ত দিয়েছেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত শাওনের লাশ দাফন
জনসাধারণের ইস্যুতে তাদের দল সারাদেশে আন্দোলন করছে উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনে ইতোমধ্যে মুন্সীগঞ্জের শাওনসহ সারাদেশে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের চার নেতাকর্মী নিহত হয়েছেন।
বিএনপি নেতা বলেন, মুন্সীগঞ্জে তাদের দলীয় কর্মসূচিতে পুলিশ গুলি চালালে শাওন মাথায় গুলিবিদ্ধ হন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত অবস্থায় তিনি মারা যান।
আবেগাপ্লুত হয়ে ফখরুল বলেন, ‘আমরা আজ এখানে ভারী হৃদয় নিয়ে এসেছি। আমরা গত ১৫ বছর ধরে দুর্ভোগ, হতাশা এবং একটি ভয়ানক সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে যাচ্ছি’।
ফখরুল অভিযোগ করে বলেন, স্বাধীনতা যুদ্ধে প্রধান ভূমিকা পালনকারী অধিকাংশ জাতীয় নেতার অবদানকে ক্ষমতাসীন দল স্বীকৃতি দেয় না বলে সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে।
ক্ষমতাসীন দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ অপপ্রচার চালিয়ে তাকে হেয় করার চেষ্টা করে বলেও তিনি দুঃখ প্রকাশ করেন।
আরও পড়ুন: আ.লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে শাওন হত্যার জবাব দেয়া হবে: ফখরুল