এতে চার পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় ওই নেতা ছাড়াও নারী-পুরুষসহ অন্তত ৩৫ জনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম জানান, এজাহারভুক্ত আসামি ও বিএনপি নেতা হাজী আবুল কাসেমকে আটকের উদ্দেশ্যে বুধবার রাত সাড়ে ১১টায় পানওয়ালা পাড়া ছোট মসজিদ এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় কাসেমের সমর্থক বস্তির লোকজন পুলিশকে বাধা দেয় এবং প্রতিরোধ গড়ে তুলে। এসময় পুলিশ লাঠিচার্জ করলে বস্তির শত শত নারী পুরুষ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও পুলিশের দু’টি গাড়ি ভাঙচুর করে। সংঘর্ষে এসআই কিশোরসহ চার পুলিশ সদস্য আহত হন।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে রাতভর অভিযান চালিয়ে বিএনপি নেতা হাজী আবুল কাসেমসহ ৩৫ নারী-পুরুষকে আটক করে বলে জানান তিনি।
ছোট মসজিদ এলাকার বাসিন্দা আব্দুল হাই ও স্থানীয়দের দাবি, হাজী আবুল কাসেম সরকারি জমি লিজ নিয়ে সাধারণ ও নিম্ন আয়ের লোকজনের জন্য বাসা বানিয়ে ভাড়ায় দিয়েছেন। দীর্ঘদিন এলাকার একটি প্রভাবশালী চক্র জায়গাটি দখল করার চেষ্টা চালিয়ে আসছে। তারা পুলিশকে ব্যবহার করে হাজী আবুল কাসেমকে গ্রেপ্তারের চেষ্টা করছে জায়গা দখলে নিতে। হাজী আবুল কাসেম একজন সৎ ও ধার্মিক ব্যক্তি। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।
এদিকে পুলিশের ওপর হামলার অভিযোগে বৃহস্পতিবার সকালে পুলিশ বাদী হয়ে আটক ৩৫ জনের নাম উল্লেখ করে ৯০ জনকে পলাতক দেখিয়ে মোট ২৫০ জনকে আসামি করে একটি মামলা করেছে।