তিরি বলেন, ‘পিরোজপুরের এ ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে যে সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে।’
ঢাকার একটি আদালতে হাজিরা দেয়ার আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।
মঙ্গলবার পিরোজপুর জেলা ও দায়রা জজ আবদুল মান্নান দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা তিন মামলায় জামিন আবেদন প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাবেক এমপি একেএম আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ আদেশের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী এবং ক্ষমতাসীন দলের পক্ষের আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করলে, বিচারক আবদুল মান্নানকে স্ট্যান্ড রিলিজ (বদলি) করা হয়। এরপর যুগ্ম ও দায়রা জজ নাহিদ নাছরিনকে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব অর্পণ করেন বিচারক আবদুল মান্নান।
পরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালত রিভিউ পিটিশন গ্রহণ করে এমপি আউয়াল ও তার স্ত্রীকে দুই মাসের জামিন মঞ্জুর করেন।
দুদকের দায়ের করা মামলায় আদালত আওয়ামী লীগের সাবেক এমপি ও তার স্ত্রীকে জামিন দিতে বাধ্য হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘এ ঘটনায় প্রমাণ হয়েছে যে দেশে আইনের কোনও শাসন নেই এবং এটি নগ্নভাবে প্রকাশ পেয়েছে যে এখানে বিচার বিভাগ স্বাধীন নয়।’