তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আয়নায় চেহারা দেখার আহ্বান জানিয়ে বলেন, ‘জাতির সমস্ত স্বপ্নকে ধুলিসাৎ করে উন্নয়নের নামে মানুষের পকেট কেটে রাস্তায় নামিয়ে দিচ্ছেন তারা। ভ্যাকসিন নিয়ে এখন মেগা লুটপাট চলছে।’
আজ ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন করছে: মির্জা ফখরুল
দেশে গণতন্ত্র ধ্বংসের জন্য ইসি দায়ী: দুলু
ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের আবারও সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের জন্য সবচেয়ে খারাপ ব্যবস্থা ইভিএম। নির্বাচন কমিশন এটা নিয়ে ব্যবসা করছে। ১২ শ টাকার মেশিন কিনেছে ৩৬ শ টাকায়, প্রতিটা জিনিস দুই গুণ থেকে তিন গুণ দাম দিয়ে কিনেছে নির্বাচন কমিশন।’
সরকারের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র সরিয়ে দিয়ে এককভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই জনগণকে ঐক্যবদ্ধভাবে গণ ঐক্যের মধ্য দিয়ে জনগণের সরকার গঠন করতে হবে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে।’
আরও পড়ুন: আ’লীগের বিরাজনীতিকরণ ফরমুলা এখনও চলমান: ফখরুল
সরকার প্রতিটি ক্ষেত্রে পরিকল্পনা করে ‘চুরি’ করছে: ফখরুল
বাংলাদশ ‘হাইব্রিড রেজিমের’ দেশে পরিণত হয়েছে: ফখরুল
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হালিম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে, বুধবার বিএনপি মহাসচিব অভিযোগ করেন যে করোনাভাইরাস মহামারিতেও সরকার ব্যাপক ‘লুণ্ঠন’ করে দেশে ‘ডাকাতি শাসন ব্যবস্থা কায়েম’ করেছে।
তিনি বলেন, ‘এখন দেশে কোনো আইনের শাসন নেই। আপনারা (সরকার) বাংলাদেশে ডাকাতির শাসন ব্যবস্থা কামের করে ব্যাপক লুটতরাজ করে জনগণের অর্থ চুরির কাজে লিপ্ত হয়েছেন।’
রাজধানীতে এক মানববন্ধনে অংশ নিয়ে ফখরুল আরও বলেন, ‘এই যে কোভিড-১৯ এত বড় একটি ভয়াবহ মহামারি, এই মহামারিতে আপনারা লুটপাট বন্ধ করেননি।’