র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ বলে শনিবার বিএনপি মন্তব্য করেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজ (শনিবার) প্রকাশিত খবর অনুযায়ী, বেনজীর আহমেদ (বর্তমান আইজিপি) ও র্যাব প্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আমি এতে অবাক হওয়ার কিছু দেখছি না, এটি হওয়ারই কথা।’
এক আলোচনা সভায় তিনি আরও বলেন, যারা মানবাধিকার লঙ্ঘন করে, মানবাধিকার কেড়ে নেয় এবং মানুষ হত্যা করে তাদের এমন পরিণতি ভোগ করতে হবে।
পড়ুন: সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে কিনা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করবে: পররাষ্ট্রমন্ত্রী
বিএনপি নেতা বলেন, বিএনপি এখন দেখতে চায় যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়, নাকি অতীতের মতো নীরব থাকে।
ফখরুল বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছে, সরকার পুলিশ-প্রশাসনসহ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করে আসছে, যা আজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও প্রমাণ হয়েছে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এই আলোচনা সভার আয়োজন করে।
পড়ুন: আইজিপিসহ ৭ জনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখান ঢাকার
আইজিপিসহ ৭ জনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখান ঢাকার
উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ও ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি)।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের জন্য গ্লোবাল ম্যাগনিটস্কি নিষেধাজ্ঞা কর্মসূচির অধীনে দেশটির ট্রেজারি বিভাগ র্যাব, বেনজির আহমেদ ও অন্য ছয় কর্মকর্তাকে এ নিষেধাজ্ঞার আওতায় এনেছে।
এছাড়া নিষেধাজ্ঞার আওতায় আসা অন্যরা হলেন- র্যাব ইউনিট-৭ এর সাবেক কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ, র্যাবের বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মোহাম্মদ আনোয়ার লতিফ খান।