বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের দুর্নীতিই দ্রব্য মূল্যবৃদ্ধির একমাত্র কারণ।
তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা দুর্নীতি করে সম্পদ করছে... তেলের ব্যবসায় নিয়োজিত অধিকাংশ ব্যবসায়ী আওয়ামী লীগের অন্তর্ভুক্ত হওয়ায় সয়াবিন তেলের দাম বাড়ছে।’
রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী ছাত্রদল এ সমাবেশের আয়োজন করে।
বিএনপি নেতা বলেন, প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা এলপিজি আমদানি করে এমন একটি কোম্পানির সঙ্গে যুক্ত থাকায় এলপিজির দামও বাড়ানো হয়েছে।
জ্বালানির দাম বাড়ানো হয়েছে এবং ওষুধের দামও বাড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, ব্যাপক দুর্নীতির কারণে স্বাস্থ্য খাত ধ্বংসের পথে, যোগ করেন ফখরুল।
তিনি বলেন, ‘চাঁদপুরে শিক্ষামন্ত্রীর নির্বাচনী এলাকায় বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণের নামে যারা পকেট ভরেছে তাদের কোনো বিচার হয়নি। এখন সরকারের অযোগ্যতার পাশাপাশি সর্বত্র দুর্নীতি।
আরও পড়ুন: সরকার বিএনপির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে: রিজভী
ফখরুল বলেন, চাল, ডাল, তেল ও অন্যান্য দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধি এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির শুল্ক বৃদ্ধির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।
তিনি অভিযোগ করেন, সরকার জনগণের অধিকার হরণ করে দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে।
বিএনপি নেতা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ও মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য মানুষ একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিল। মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালের মতো আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে দেশ ও জনগণকে (বর্তমান সরকারের কবল থেকে) মুক্ত করার জন্য আমাদের আরেকটি সংগ্রাম করতে হবে।
ফখরুল আরও বলেন, জনগণের ভোট ও অন্যান্য সকল অধিকার এবং দেশের মালিকানা পুনরুদ্ধারের জন্য একটি তুমুল আন্দোলন করতে হবে।
তিনি বলেন, জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায় এবং তা প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়।
আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করতে এবং নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা।
আরও পড়ুন: ‘ভোট ডাকাতি এখন দেশ ডাকাতিতে পরিণত হয়েছে’
আ.লীগ সরকার দলীয় সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে: এবিএম মোশাররফ হোসেন