আগামী রবিবার থেকে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে দিয়ে নতুন অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, সরকারের পদত্যাগ, নির্বাচন তদারকির জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ অন্যান্য উলামা-মাশায়েখদের মুক্তি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সব মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবিতে এই অবরোধের ডাক দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জামায়াতে ইসলামীর কর্মসূচিতে নিষেধাজ্ঞা ও আদালত অবমাননার অভিযোগের শুনানি ৬ নভেম্বর
এছাড়া রাজনৈতিক কারণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে শুক্রবার (১০ নভেম্বর) দেশব্যাপী মোনাজাতের আহ্বান জানিয়েছে জামায়াত।
বিবৃতিতে মা’ছুম বলেন, ‘স্বৈরাচারী সরকার গত ১৫ বছর ধরে অবৈধভাবে ক্ষমতা দখল করে জনগণের ওপর জোরপূর্বক দুঃশাসন চালিয়ে যাচ্ছে।’
ক্ষমতাসীনরা দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে দেশে স্বৈরশাসন ও স্বৈরাচারের প্রবর্তন হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নাগরিকদের ভোটাধিকার, বাক স্বাধীনতা এবং সমাবেশসহ তাদের সমস্ত মৌলিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে বিএনপি-জামায়াতের ৭ কর্মী আটক, আহত ৫ পুলিশ সদস্য