রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে দেশব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল চলছে।
শনিবারের মহাসমাবেশ বানচাল করার জন্য পুলিশি পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে বিরোধী দলটি। জানুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার মতিঝিলের শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে দলটিও সপ্তাহের প্রথম কর্মদিবসে হরতালের ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন: গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল আটক
এ সময় রাজধানীতে টহল দিতে পুলিশ ও র্যাবের সঙ্গে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিক্ষোভের প্রথম প্রহরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সকাল ৮টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: নয়াপল্টনে সহিংসতায় যুবদল নেতা নিহত, বিএনপির এক হাজারের বেশি নেতা-কর্মী আহত: ফখরুল
শহরের রাস্তায় অল্প সংখ্যক বাস, প্রাইভেট কার চলাচল করতে দেখা গেছে।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, কমলাপুর রেলস্টেশনে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
হরতালের সমর্থনে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা আজ সকাল ৮টার দিকে নগরীর মাদারটেক এলাকায় বিক্ষোভ মিছিল বের করে।
সদরঘাট টার্মিনালে লঞ্চ চলাচল স্বাভাবিক দেখা গেলেও যাত্রী কম দেখা গেছে।
আরও পড়ুন: রবিবার সারাদেশে হরতালের ডাক দিল বিএনপি