বিএনপি বলেছে, যেকোনো সময় গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার ক্ষমতা সরকারের রয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার মতো গুরুতর অসুস্থ নেত্রীকে (বিদেশ যেতে) সরকার যেকোনো সময় অনুমতি দিতে পারে। আমরা সরকারের কাছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার আহ্বান জানাই।’
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) দোয়া মাহফিলে বক্তৃতাকালে রিজভী এসব মন্তব্য করেন। এ সময় তিনি বিদেশ যাওয়ার জন্য নতুন করে আবেদন করতে খালেদা জিয়াকে আবারও জেলে যেতে হবে -আইনমন্ত্রী আনিসুল হকের এমন মন্তব্যও প্রত্যাখ্যান করেছেন।
আইনমন্ত্রীর উদ্দেশ্যে এই বিএনপি নেতা বলেন, ‘কোন আইনে কি এমন কোন বিধান আছে (যে তাকে নতুন করে আবেদনের জন্য জেলে ফিরে যেতে হবে)? আপনি মিথ্যা বলছেন এবং একই কথা বলছেন।’
আরও পড়ুন: খালেদা জিয়ার জন্য যথেষ্ট করা হয়েছে: প্রধানমন্ত্রী
মঙ্গলবার আনিসুল হক সংসদে বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন সরকার বিবেচনা করবে যদি তিনি কারাগারে ফিরে নতুন করে আবেদন করেন।
রিজভী বলেন, ‘১/১১-এর রাজনৈতিক পরিবর্তনের পর ফখরুদ্দিন-মঈনুদ্দীনের শাসনামলে বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল জলিল চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন।’
তিনি বলেন, ‘আরেক রাজনীতিবিদ আ স ম আবুর রবও চিকিৎসার জন্য কারাগার থেকে বিদেশে গেছেন। এমন অনেক উদাহরণ আছে।’
বিএনপি নেতা আইনমন্ত্রীকে একজন নিষ্ঠুর লোক হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘তিনি শেখ হাসিনাকে খুশি করতে আদালতকে ব্যবহার করে খালেদার বিরুদ্ধে অনেক কিছু খেলেছেন। বিশ্বে আইনমন্ত্রীর মতো খারাপ কাজ আর কেউ করেনি। বিএনপি চেয়ার পার্সনের দুর্ভোগ দেখে খুশি হন প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী। এ কারণে তিনি বিএনপি নেতাদের বিরুদ্ধে সব ধরনের অমানবিক আইনের রেফারেন্স দিয়ে শেখ হাসিনাকে খুশি করতে চান।
আরও পড়ুন: বিদেশে চিকিৎসার অনুমতি পেতে খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী
সরকার খালেদার বিরুদ্ধে ‘অমানবিক ও নিষ্ঠুর’ মনোভাব পরিহার না করলে জনগণ রাজপথে নেমে যোগ্য জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
হাসপাতাল থেকে বাড়ি ফেরার ছয় দিন পর ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে ১৩ নভেম্বর ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দিয়েছেন।
আরও পড়ুন: ফের খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর অনুমতি চেয়েছে পরিবার