বিএনপিকে আলোচনায় আমন্ত্রণ জানানোয় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের প্রশংসা করলেও সরকার পরিবর্তন না হলে দলটি নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে কোনো সংলাপে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিএনপির জ্যৈষ্ঠ নেতা মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘আজ (বুধবার) নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে যোগ দিতে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা এতে অংশ নিইনি। কারণ আমরা নির্বাচন কমিশন বুঝি না, জানি না, মানিও না।’
আরও পড়ুন: লোডশেডিং সরকারের ভুল নীতির ফল: বিএনপি
এক সমাবেশে বিএনপির এই নেতা বলেন, তারা চান বর্তমান সংসদ ভেঙে দিয়ে ও বর্তমান সরকারের বিদায়ের পর নতুন সরকারের অধীনে ইসি পুনর্গঠিত হোক। ‘আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমরা সেই কমিশনের সংলাপে যোগ দেব।’
বিএনপিকে বারবার ইসিতে আমন্ত্রণ জানানো হবে- সিইসির এমন মন্তব্যের জবাবে আব্বাস বলেন, ‘আমরা আপনাকে (সিইসি) সাধুবাদ জানাই। আপনি বিএনপিকে বারবার আমন্ত্রণ জানাবেন কারণ বিএনপি ছাড়া নির্বাচন করতে পারবেন না।’
আরও পড়ুন: আওয়ামী লীগের অধীনে কোনো ইসিই বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারবে না: বিএনপি
বিএনপির অংশগ্রহণ ছাড়া নির্বাচন করার ক্ষমতা বাংলাদেশে কারো নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের এক নেতার অশালীন মন্তব্যের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপি।