বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভালো দিন আসবে এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
বৃহস্পতিবার আহত কিশোরগঞ্জ জাতীয়তাবাদী ছাত্রদল (জেসিডি) নেতা শ্রাবণের মাকে ফখরুল এ কথা বলেন।
তিনি বলেন, ‘আপনার ছেলে গণতন্ত্রের আন্দোলনে গুরুতর আহত হয়েছে। তার কষ্ট বৃথা যাবে না।’
গত ৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে গুরুতর আহত শ্রাবণকে দেখতে দুপুর দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে যান তিনি।
পড়ুন: যুবদল কর্মী হত্যা: পুলিশ সুপারকে আসামি করে বিএনপির মামলার আবেদন
তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ছাত্রদল নেতার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
পরে শ্রাবণের মায়ের সঙ্গে কথা বলে এই বিএনপি নেতা বলেন, ছেলের সুচিকিৎসা নিশ্চিত করতে তাদের দল তার পরিবারের পাশে থাকবে।
আরও পড়ুন: আন্দোলন বানচাল করতেই বিরোধীদের ওপর সরকারের দমন-পীড়ন: বিএনপি
তিনি বলেন, ‘ধৈর্য্য ধারণ করেন এবং আল্লাহর ওপর ভরসা রেখে ঐশী আশীর্বাদ কামনা করেন। আমরা আপনার সঙ্গে আছি... গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং অবশ্যই ভালো দিন আসবে।
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
ডা. রফিকুল ইসলাম বলেন, বুলেটের আঘাতে শ্রাবণের ফুসফুস, লিভার ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেরে উঠতে অনেক সময় লাগবে।